শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আজ চাঁদপুর আসছেন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। যা শিক্ষামন্ত্রী হওয়ার পর ডাঃ দীপু মনির এই প্রথম চাঁদপুর সফর। এ সফরে তিনি তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় জনগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ চাঁদপুর মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করবেন।
ডাঃ দীপু মনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে নদীপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে চাঁদপুর পৌঁছে দুপুর ১২টায় চাঁদপুর মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর দুপুর ২টায় তিনি হাইমচর উপজেলার আলগী উত্তর, আলগী দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়, বিকেল ৫টায় একই উপজেলার আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি এবং রাত সাড়ে ৮টায় জেএম সেনগুপ্ত রোডের কদমতলাস্থ তাঁর নিজ বাসভবনে তাঁর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
১১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ ও নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন। রাত ৮টায়ও তিনি নিজ বাসায় অনুরূপ কর্মসূচি পালন করবেন।
পরদিন অর্থাৎ ১২ জানুয়ারি শনিবার সকাল ৯টায় ডাঃ দীপু মনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।