মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস
প্রশ্নপত্র ফাঁস মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
প্রশ্নপত্র ফাঁস মোকাবেলা আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। দীপু মনি আরো বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি অন্যতম। এই চ্যালেঞ্জ সারাবিশ্বেই আছে। এসব চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করবো।
এ সময় সচিবালয়ে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না, দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করবো এবং ইশতেহার অনুযায়ী কাজ করবো।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্যরা গত সোমবার শপথ নেন। এর পরদিন গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দফতরে আসেন ডাঃ দীপু মনি। এটি ছিলো শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর প্রথম কর্মদিবস। প্রথমদিন মূলত মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তাঁর শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়েছে। সচিবসহ সকলে নবাগত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে স্বাগত জানান।