আগামীকাল মন্ত্রিসভার শপথ
ডাঃ দীপু মনি শিক্ষামন্ত্রী
চাঁদপুরের গর্ব, চাঁদপুরের অহঙ্কার সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তাই আগামীকাল তিনি শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেবেন।
আগামীকাল ৭ জানুয়ারি সোমবার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হবে মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে। আজ বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীসহ মোট ৪৬ সদস্যের মন্ত্রিসভায় চাঁদপুর জেলা থেকে একমাত্র ঠাঁই পেয়েছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমেই মন্ত্রীত্ব পান। আর সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। সরকারের পূর্ণ মেয়াদে তথা পাঁচ বছরই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সাথে পালন করেছেন। এরপর এবার তিনি হলেন শিক্ষামন্ত্রী। দুটাই দেশের রাজনীতির ইতিহাসে বড় ধরনের চমক। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডাঃ দীপু মনি। এবার হলেন শিক্ষামন্ত্রী। এটিও এ প্রথম কোনো নারী সংসদ সদস্যের শিক্ষা মন্ত্রণালয়ের মতো অতীব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া।