স্বাস্থ্য মন্ত্রী হচ্ছেন ডাঃ দীপু মনি এবং তথ্য মন্ত্রী হচ্ছেন সাংবাদিক সফিকুর রহমান!
আগামী ১০ জানুয়ারীর মধ্যে ঘটিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের নিয়ে মন্ত্রী পরিষদ। নতুন এ মন্ত্রী পরিষদে চাঁদপুরের ৫টি আসন থেকে অন্তত দু’জন সাংসদ মন্ত্রী থাকতে পারেন বলে বাংলাদেশ আওয়ামীলীগের হাই কমান্ডের একাধিক সূত্র হতে নিশ্চিত হওয়া গেছে।
নতুন মন্ত্রী পরিষদে চাঁদপুর-৩ আসন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়া সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মনিকে এবার স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে।
চাঁদপুর-৪ আসন থেকে ১৯৭৪ সালের পর এই প্রথম নৌকা প্রতীকে জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়া সাংসদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুর রহমান তথ্য মন্ত্রী হচ্ছেন বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।
সেই সাথে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট নুরুল আমিনকে আইন প্রতিমন্ত্রী করা হতে পারে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।
এছাড়াও নড়াইল-২ আসনে নির্বাচিত তারুণ্যের আদর্শ মাশরাফি বিন মুর্তজা ক্রীড়া উপমন্ত্রী এবং ফিরোজপুর-২ আসনে নির্বাচিত স.ম রেজাউল করিম আইন মন্ত্রী হওয়া প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে।