• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে শিক্ষার্থীদের হাতে ৫৯ লাখ নতুন বই

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ শিক্ষাবর্ষের জন্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। এ বছর জেলার ৮ উপজেলায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে সর্বমোট ৫৯ লাখ নতুন পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের ১৫ লাখ ৯৯ হাজার এবং মাধ্যমিক শিক্ষা বিভাগের ৪২ লাখ ৯৩ হাজার কপি নতুন বই। নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের সাথে অভিভাবকগণও খুব খুশি। নতুন বই বুকে চেপে উচ্ছ্বসিত ছেলে-মেয়েরা বাড়ি ফিরে।
    চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর জেলায় মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও ইংরেজি ভার্সনের ৪২ লাখ ৯৩ হাজার ৪৩ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়।
    প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে দেয়া তথ্য মতে, ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে ১৫ লাখ ৯৯ হাজার বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১ম শ্রেণির ৭০ হাজার ৯শ’ ২৪ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১২ হাজার ৭শ’ ৭২ কপি, ২য় শ্রেণির ৭০ হাজার ৫শ’ ৪৩ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১১ হাজার ৬শ’ ২৯ কপি, ৩য় শ্রেণির ৬৬ হাজার ৯শ’ ৩৪ শিক্ষার্থীর জন্যে ৪ লাখ ১ হাজার ৬শ’ ৪ কপি, ৪র্থ শ্রেণির ৬৫ হাজার ৬শ’ ৪১ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৯৩ হাজার ৮শ’ ৪৬ কপি এবং ৫ম শ্রেণির ৬৩ হাজার ১শ’ ৯৭ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৭৯ হাজার ১শ’ ৮২ কপি। উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ৯শ’ ৯৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৩৭ হাজার ২শ’ ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’ ৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।