• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ডাঃ দীপু মনি

চাঁদপুরবাসীর ভালোবাসার বিজয় হয়েছে

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক বিজয়ী হওয়ায় সমগ্র চাঁদপুরবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ দীপু মনি। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেন, এ বিজয় চাঁদপুরবাসীর ভালোবাসার বিজয়। এ বিজয় উন্নয়ন আর আস্থার বিজয়। এ নির্বাচনে বিজয়ী হয়েছে চাঁদপুরবাসী আর অশেষ কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে আমাকে।
    তিনি গতকাল সন্ধ্যায় চাঁদপুরস্থ তাঁর বাসভবনের বিজয় মিছিল নিয়ে ছুটে আসা হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমবেত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতিদান জনগণ তার রায়ের মাধ্যমে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই প্রতিদানের যথাযথ মূল্যায়ন করবো। আমার নির্বাচনী এলাকায় বিগত দিনে যত উন্নয়ন হয়েছে, আগামীতেও তার ধারা অব্যাহত রাখবো এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা রাখবো।
    ডাঃ দীপু মনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয়ী হয়েছি বলে আত্মতুষ্টি থাকবে, তবে আত্ম অহংকার নয়। যারা সহিংসতার পথ বেছে নিয়ে আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের আহত করেছে তাদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিরোধীদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। সর্বোপরি তিনি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে চাঁদপুরের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত