• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ বেলা আড়াইটায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

উপস্থিত থাকবেন চাঁদপুরের পাঁচটি আসনের আওয়ামী লীগ প্রার্থী

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আজ বুধবার চাঁদপুরের জনগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। বলতে গেলে চাঁদপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এটি নির্বাচনী সমাবেশ। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বেলা আড়াইটায় এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে চাঁদপুর জেলার সংসদীয় পাঁচটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজোটের চাঁদপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু নঈম দুলাল পাটোয়ারী।
এদিকে প্রধানমন্ত্রীর আজকের এ ভিডিও কনফারেন্সটি বিশাল নির্বাচনী জনসভায় রূপ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। পাঁচজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী এলাকা থেকে দলে দলে লোক আসবেন আজকের অনুষ্ঠানে। তবে চাঁদপুর সদরের উপস্থিতি সবচেয়ে বেশি করার প্রস্তুতি চলছে বলে  জানা গেছে।

 

সর্বাধিক পঠিত