• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চেম্বারের ব্যবসায়ী সমাবেশ ও পৌর এলাকায় ডাঃ দীপু মনির গণসংযোগ

বর্তমান সরকার ব্যবসা বান্ধব : ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪০
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

 চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি নৌকার মার্কার সমর্থনে দিনব্যাপী উঠোন বৈঠক, পথসভা, মহিলা সমাবেশ ও গণসংযোগ করেছেন।
২৫ ডিসেম্বর মঙ্গলবার পৌরসভার পুরাণবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্টির আয়োজনে ব্যবসায়ী সমাবেশ, ৭নং ওয়ার্ডের জামতলায় উঠোন বৈঠক, কাঁচা কলোনী এলাকায় গণসংযোগ, মাদ্রাসা রোডের মরহুম কালু মেম্বারের বাড়ি, টিলা বাড়ির উঠোন বৈঠক, ক্লাবরোড এলাকায় গণসংযোগ, হরিজন কলোনীতে উঠোন বৈঠকে ডাঃ দীপু মনি বক্তব্য রাখেন।
তিনি বক্তব্যে বলেন, ব্যবসীয়দের শীর্ষ প্রতিষ্ঠান শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছেন। কারন আওয়ামী লীগ সরকার কোন হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রিত হয় না। বর্তমান সরকার ব্যবসা বান্ধব। সরকার দেশের কল কারখানায় উৎপাদন ঠিক রাখতে বিদ্যুৎ উৎপাদন বহুগুণ বাড়িয়েছেন। আমার প্রতি আপনাদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, কারণ ২০০৮ এ আপনারা আমাকে সমর্থন দিয়েছিলেন।
তিনি বলেন, বিএনপি প্রার্থী সে নিজে নেতৃত্ব দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার বাড়িতো সরকারের ৫ একর জমির উপর নির্মিত প্রাসাদোগম বাড়ি নয়। আমি থাকি পৌর মার্কেটে নির্মিত বাড়িতে এখানে কোন গেইট নেই দেয়াল নেই। তারা শান্তির চাঁদপুরকে সংহিস করতে যাচ্ছে। তারা নির্বাচনকে বানচাল করতে এ সন্ত্রাসী কার্যক্রম করছে। দীপু মনি ভয় পায় না কারণ চাঁদপুরবাসী আমার সাথে আছে। আমি গুন্ডা বদমাস পালি না বলে এ দুঃসাহস যারা দেখায় তাদের ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দিন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার মানবিকতা ও মানবতার সরকার। এ এলাকায় যথাযথ পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। আমাদের থাকবার জায়গা নিশ্চিত করবে সরকার। আমাদের স্বপ্নের যেমনি শেষ নেই তেমনি উন্নয়নেরও শেষ নেই।
বিগত দশ বছরের উন্নয়ন কাজের কথা উল্লেখ করে বলেন, চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর ভাঙ্গন রোধে প্রায় ১৯ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ, লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ১৫০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপন, ৫৩টি উচ্চ বিদ্যালয় মাদরাসা ও কলেজের ভবন নির্মাণ, ২৩৭ কিলোমিটার রাস্তা পাকাকরন, ৩৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ১৫৯টি সেতু ও কালভার্ট নির্মাণ, মেরিন একাডেমী, পাসপোর্ট অফিস, নাসিং ইন্সটিটিউট, ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌবন্দর (প্রক্রিয়াধীন), ১১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপন, ৩০টি আশ্রয়ন প্রকল্পে ৩৭৫০টি পরিবারকে ঘর বরাদ্দ, ২টি আধুনিক পানি শোধনাগার নির্মাণ, ৫৯ হাজার কোটি টাকা ব্যয়ে সাড়ে ১০ হাজার একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (প্রক্রিয়াধীন)।

জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেওয়ার ৭ মাসের মধ্যে ছেলেমেয়েরা ভর্তিও হয়ে গেছে। এখানে শুধু পড়ালেখাই করবে না আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা সেবা পাবেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। এখন গ্রামে গ্রামে সৌর বিদ্যুতায়নের মাধ্যমে রোড লাইট দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। তবে গ্রামের গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যকে নষ্ট করে নয়।
চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্টির আয়োজনে ব্যবসায়ী সমাবেশে চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, চেম্বারের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্লা আখন্দ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ,  চেম্বারের পরিচালক সালাউদ্দিন বাবর, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
সকালে গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, েেজলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।