• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গণসংযোগ ও মহিলা সমাবেশ

নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে পাবেন, সাথে আপনাদের সেবক দীপু মনিকে পাবেন : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি গতকাল সোমবার সদর উপজেলার বাগাদী ইউনিয়নে দিনব্যাপী উঠোন বৈঠক, পথসভা, মহিলা সমাবেশ ও গণসংযোগ করেছেন। গতকাল ২৪ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পাঠান বাড়ির উঠোন বৈঠক, ৫নং ওয়ার্ডে মুকিমপুর খান বাড়ির উঠোন বৈঠক, ঢালীরঘাট করের দোকান এলাকায় সানবীন ইন্টারন্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গণের সমাবেশ, ৯নং ওয়ার্ডে কাদির সরদার বাড়ির উঠোন বৈঠক, ১নং ওয়ার্ডে গাজী বাড়ির উঠোন বৈঠক, ৭২নং পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, ২নং ওয়ার্ডে মিজি বাড়ির উঠোন বৈঠক, ৩নং ওয়ার্ডে পশ্চিম সকদী মাদানীয়া মাদ্রাসা মাঠের সমাবেশ এবং সন্ধ্যায় নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ডাঃ দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে পাবেন, সাথে আপনাদের সেবক দীপু মনিকে পাবেন। শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের সুবিধা মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে এসেছে। আপনারা মোবাইলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় কাজগুলো ঘরে বসেই করতে পারছেন। আপনাদের এলাকায় বিদ্যুৎ আছে। এখন বিদ্যুতের লোডশেডিং হয় না বললেই চলে। সড়কগুলো পাকা হয়েছে। তিনি আরো বলেন, গত ১০ বছরে আমি অনেক কাজ করেছি। তারপরও কিছু কিছু কাজ বাকি আছে। আগামীতে সেসব ছোট ছোট কাজও সম্পন্ন করবো। বড় কাজের পরিকল্পনাও আছে। সেগুলো নির্বাচনী আচরণবিধির কারণে বলছি না। বাগাদীতে ডাকাতিয়ার নদীভাঙ্গন সমস্যা আছে। সেটি আমি প্রকৌশলী এনে নির্ণয় করে সমাধান করবো। মেঘনার ভাঙ্গন যেহেতু রোধ হয়েছে এটিও হবে ইনশাআল্লাহ।
দীপু মনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খাদ্য গুদামের ৫ একর জমির উপর প্রাসাদ করে সন্ত্রাসের আড্ডাখানা বানিয়েছেন। তারা আমার বাড়িতে হামলা করার ঔদ্ধত্য দেখায়। প্রশাসনকে বললো এদের দমন করুন। আমাদের নীরবতাকে দুর্বলতা মনে করবেন না।
দীপু মনি বলেন, আপনারা আমাকে ভোট দেয়ায় ৫টি বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। মন্ত্রী থাকাকালীন সৌদি আরবে প্রায় ৮ লাখ ও মালয়েশিয়াতে ২ লাখ ৫৬ হাজার অবৈধ প্রবাসী বাঙালিকে বৈধ করেছি। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমানা নির্ধারণ করে আরেকটি বাংলাদেশের সমান জায়গা দেশের সাথে সংযুক্ত হয়েছে। ভারতের সাথে ছিটমহল বিনিময় করে বাংলােেদশে নতুন ভূমি সংযুক্তে কাজ করেছি। পাশাপাশি আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এসব দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আমি আমার পরিবারকেও সময় দিতে পারিনি। তবে আমার পরিবারের লোকজন আমাকে সবসময় সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছে। কারণ তারা মানুষের সেবার কাজটি খুবই পছন্দ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, খালেদা জিয়ার বড় ছেলে চুরির দায়ে মামলা মাথায় নিয়ে লন্ডনে বসে আছে। আজকে তারা ইব্রাহীমপুরে আমাদের অফিস পুড়িয়েছে। তারা আজ চাঁদপুর শহরকে অশান্ত করেছে। আমরা এ অশান্তির হিসাব পাই পাই করে নিবো। আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। আপনারা নির্ভয়ে ৩০ তারিখ ভোট দিতে কেন্দ্রে যাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বক্তব্যে বলেন, আপনারা কি এ দেশ আফগান ও পাকিস্তান চান? নাকি সুন্দর-সুখী বাংলাদেশ চান? যদি সুখী ও স্ন্দুর বাংলাদেশ চান, তাহলে আবার নৌকায় ভোট দিন। এদেশ আগুনসন্ত্রাসী, রাজাকারের দোসরদের নয়, এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আইয়ুব আলী বেপারী, সাজেদা কাকন, শরীফ পাটওয়ারী, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাফর ইকবাল মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সোহেল, জাতীয় পার্টি নেতা শাহজাহান, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি, বাগাদী ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা রনি, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ কাকন, নানুপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান খান, রোম্মান পাঠান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক আয়েশা বেগম।