• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগুন সন্ত্রাসীদের বয়কট করে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিবেন : ডাঃ দীপু মনি

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২১
চাঁদপুর পোস্ট ডেস্ক
প্রিন্ট

চাঁদপুর-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী খন্দকার বাড়ির হযরত শাহ মাহমুদ বাগদাদী (রঃ) মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ১৭ ডিসেম্বর সোমবার দিনের নির্বাচনী প্রচারের কর্মসূচি শুরু করেন। তাঁর গণসংযোগ, উঠোন বৈঠক ও পথসভাগুলোতে সাধারণ নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। ডাঃ দীপু মনি ইউনিয়নের ২নং ভড়ঙ্গাচর ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ, ২৭নং কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ, কেতুয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ, মান্দারী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ, লোধেরগাঁও চৌধুরী বাড়ি এলাকার শতরুপা গুচ্ছগ্রামে বিশাল মহিলা সমাবেশ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া তিনি মান্দারী পাটওয়ারী বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত কাকন পাটওয়ারীর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, মান্দারী এলাকায় মনা গাজীর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ পাটওয়ারী বাড়ির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎসহ প্রয়াত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের কবর জিয়ারত করেন।


উঠোন বৈঠকে দীপু মনি তাঁর বক্তব্যে বলেন, আগের এমপিদেরকে এত কাজ করতে দেখেছেন?-নিশ্চয় না। তাহলে ওয়াদা ভঙ্গকারীকে ভোট দিবেন, নাকি ওয়াদা যিনি রেখেছেন তাকে ভোট দিবেন। আমি দীপু মনি সকল ওয়াদা পালন করে সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। আপনারা নৌকায় ভোট দিলে আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ পাবো। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনারা আবারো নৌকায় ভোট দিন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, আপনারা ২০০৮ সালে ভোট দিয়েছিলেন বলে আমি এমপি হয়েছিলাম, শেখ হাসিনার বদান্যতায় আমি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম। সে সময় সৌদি আরব ও মালয়েশিয়াতে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশীদের বৈধকরণে কাজ করেছি। বাংলাদেশের আয়তনের সমান বিশাল সমুদ্র অঞ্চল জয় করেছি।

 


ভোট প্রসঙ্গে তিনি বলেন, আপনারা ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের বয়কট করুন, উন্নয়নের ধারক ও বাহক শেখ হাসিনার নৌকায় ভোট দিন। নিশ্চয় আপনারা অগ্রগতি, গণতন্ত্র, বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ, অর্থনৈতিক মুক্তি চান, তাহলে নৌকায় ভোট ছাড়া বিকল্প নেই। তিনি বেগম জিয়া প্রসঙ্গে বলেন, বিএনপির লোকজন বলছে, এবার ১টি ভোট দিলে আমাদের মা খালেদা জিয়া মুক্ত হবে। এতিমের টাকা আত্মসাতের কারণে তিনি আজ কারাগারে আছেন। আমাদের ধর্মের বিধিনিষেধ ও দেশের প্রচলিত আইনের বিধি অমান্য করেছেন বলেই তিনি জেল খাটছেন। ওনাকে শেখ হাসিনা জেলে পাঠান নি। আগের সরকারের আমলের মামলায় তিনি জেল খাটছেন। বিগত দশ বছরের উন্নয়ন কাজের কথা উল্লেখ করে বলেন, চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর ভাঙ্গন বন্ধে প্রায় ১৯ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ, লাকসাম-চাঁদপুর রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপন, ৫৩টি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ভবন নির্মাণ, ২৩৭ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ৩৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ১৫৯টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। মেরিন একাডেমী, পাসপোর্ট অফিস ও নার্সিং ইন্সটিটিউট হয়েছে। ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌবন্দর হচ্ছে। এছাড়া ১১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেঙ্ ভবন স্থাপন, ৩০টি আশ্রয়ন প্রকল্পে ৩৭৫০টি পরিবারকে ঘর বরাদ্দ ও ২টি আধুনিক পানি শোধনাগার নির্মাণ সম্পন্ন হয়েছে। আর ৫৯ হাজার কোটি টাকা ব্যয়ে সাড়ে ১০ হাজার একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রক্রিয়াধীন রয়েছে।

 


এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ পাটওয়ারী, আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান রিপন, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন লালু, রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা রনি, শাহমুহামদপুর ইউনিয়ন অওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান মিলন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম হাওলাদার, আবুল বাশার রনি, রুবেল কারী, ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, থানা যুবলীগের সাবেক সদস্য মালেক হোসেন মুন্না, শাহমাহমুদপুর ইউপি মেম্বার বিলকিস আক্তার, ফিরোজা বেগম প্রমুখ।