• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেবপুরের ঘটনায় ঘাতক মাইনুদ্দিনের মায়ের মামলা দায়ের তদন্তের দায়িত্ব নিয়েছেন স্বয়ং পুলিশ সুপার

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত সোমবার অর্থাৎ রোববার দিবাগত রাতে চাঁদপুর সদরের দেবপুরে ঘটে যাওয়া মর্মান্তিক খুনের ঘটনায় ঘাতক এবং পরবর্তীতে আত্মহননকারী মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা করেছেন। সোমবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে আসামী করা হয়েছে মাইনুদ্দিনের শ্বশুর বাড়ির লোকদের। এদিকে সোমবার রাতেই স্ত্রী আর দুই সন্তানসহ মাইনুদ্দিনের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সন্ধ্যার কিছু পরে চাঁদপুর মডেল থানায় ডেকে নেয়া হয় মাইনুদ্দিনের মা আর বাড়িতে থাকা ভাইকে। রাতেই মাইনুদ্দিনের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মাইনুদ্দিনের শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর (ফেল করা মেম্বার), শ্যালক রহিমসহ কয়েকজনকে আসামী করা হয়েছে বলে এলাকার কেউ কেউ জানান। মাইনুদ্দিন মৃত্যুর পূর্বে যে ভিডিও আপলোড দিয়ে গেছে, সেখানে সে যাদেরকে দায়ী করেছে তাদেরকে এ মামলায় আসামী করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন জানান, মামলায় কোনো বিবাদীর নাম উল্লেখ করা হয়নি। তদন্ত সাপেক্ষে আসামী অন্তর্ভুক্ত হবে। আর স্পর্শকাতর এ মামলাটি পুলিশ সুপার নিজেই তদারকি করছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত