• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে মহিলা সমাবেশে নৌকার প্রার্থী ডাঃ দীপু মনি

নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে আপনাদের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবিরের আয়োজনে গতকাল শুক্রবার উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা হাইস্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে সমাবেশটি জনসভায় রূপান্তরিত হয়। সমাবেশে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, বিগতদিনে  যারা œ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আপনাদের মূল্যবান ভোট নিয়ে বিজয়ী হয়ে পরবর্তীতে আর আপনাদের খোঁজখবর রাখেন নি, তারাই আবার আপনাদের কাছে ভোট চাইতে আসবে। এরাইতো তারা, যারা ৭১-এর খুনিদের প্রশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে। এরাই সেই বিএনপি-জামাত, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। সেই খুনিরা আবার এসে আপনাদের মূল্যবান ভোট চাইছে। তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তারা আবার সেই মানুষের কাছে ভোট চায় কোন্ অধিকারে? দীপু মনি বলেন, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে, যারা আপনাদের জন্যে কাজ করে, তাদেরকেই আপনারা ভোট দিবেন।  নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়ে যে সরকার গত ১০ বছরে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করেছে, জীবনমান উন্নয়নের জন্যে কাজ করেছে, সেই নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে আপনাদের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। দীপু মনি বলেন, আপনাদের বড় সমস্যা নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে। রাস্তা-ঘাট পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, হাইমচর কলেজ ডিগ্রিকরণ ও  সরকারিকরণ, গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে শত শত পরিবারের থাকার ব্যবস্থা হয়েছে। শেখ হাসিনার সরকার থাকার কারণেই এসব সম্ভব হয়েছে। তাই শেখ হাসিনার সরকার থাকলে চাঁদপুর-হাইমচর আরো উন্নত, আরো সমৃদ্ধ হবে।  আমাদের তরুণেরা উন্নত নাগরিকের অধিকারী হবে, মেয়েরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিশ্ব এখন তাদের হাতের মুঠোয়। তিনি বলেন, আজকের পৃথিবীতে অস্ত্র নয়, দক্ষই হচ্ছে হাতিয়ার। দক্ষতা দিয়েই মানুষ তার জীবন উন্নত করছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দক্ষতা দিয়েই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করবো।
গতকাল শুক্রবার বিকেলে  চরভাঙ্গা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবিরের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ টেলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়দল হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী ও যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, হুমায়ুন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, প্রচার সম্পাদক মুনছুর আহমেদ পাটওয়ারীসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় দীপু মনি গ-ামারা ও হাওলাদার বাজারে গণসংযোগ করেন। বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বেলা ১২টায় পশ্চিম চরকৃষ্ণপুর আওয়ামী লীগ নেতা লুতু গাজীর বাড়িতে মহিলা সমাবেশে ডাঃ দীপু মনি বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত