• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনিকে বিজয়ী করতে হাইমচর আওয়ামী লীগ একাট্টা

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচরে আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব-বিভেদ-গ্রুপিং ছিলো, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে এখন আর কোনো দ্বন্দ্ব-গ্রপিং নেই। নৌকার প্রার্থী ডাঃ দীপু মনির বিজয় নিশ্চিত করতে সকলে একাট্টা হয়েছেন। সকলে যার যার অবস্থান থেকে দীপু মনির বিজয়ে কাজ করছেন। গত ১২ ডিসেম্বর বিকেল ৩টায় হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষ্মীপুরে বিশিষ্ট সমাজসেবক মোঃ গণি মিয়া ছৈয়ালের বাড়িতে উঠোন বৈঠক ও মহিলা সমাবেশ হয়েছে।
আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ছৈয়ালের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুল্লাহ মানিকের পরিচালনায় এ মহিলা সমাবেশ ও উঠোন বৈঠকে প্রধান অথিতির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান বেপারী, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মনজুরুল আলম (লিটন) সিকদার, হাইমচর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ সোলায়মান ঢালী, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, ৪নং নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নোয়াব মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক মোঃ রাসেল বেপারী, মৎস্যজীবী লীগ সভাপতি মোঃ মাসুদুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহেল সরদার, ১নং গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামীম মিয়া, সেলিম মাল, খোকন পাটওয়ারী, মহসিন পাটওয়ারী, চাঁন মিয়া আখন, নেছার মিজি, আহম্মেদ মাল, মোঃ মোক্তার আহম্মেদ ছৈয়াল, হাবিবুর রহমান কাজী, মোঃ মাসুদ গাজীসহ নেতৃবৃন্দ। উঠোন বৈঠক ও মহিলা সমাবেশ শেষে নয়ানী, ডেলের বাজার ও কাটাখালী এলাকায় বিভিন্ন দোকানে এবং বাড়িতে গিয়ে নেতা-কর্মীরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এবং পথসভা করেন। এ পথসভায় চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রতিশ্রুতি দেন নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ ডাঃ¦ দীপু মনিকে জয়যুক্ত করলে হাইমচরে উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে।