• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকা মার্কার সমর্থনে পুরাণবাজারের কয়েকটি স্থানে উঠোন বৈঠক

উন্নয়নের ধারা অব্যাহত রাখে আমাকে সুযোগ দিন : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরপর দু’বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি গতকাল সোমবার পুরাণবাজারে বেশ কয়েকটি উঠোন বৈঠক করেছেন। প্রতিটি উঠোন বৈঠকে নারী-পুরুষের উপস্থিতি ছিল ব্যাপক। ছিল দলীয় নেতা-কর্মীদেরও ব্যাপক উপস্থিতি। তারা ডাঃ দীপু মনিকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তাঁকে পুনরায় নির্বাচিত করার অভিমত প্রকাশ করেন।
    গতকাল ১০ ডিসেম্বর সোমবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় হরিসভা রোডস্থ বালুর মাঠে আয়োজিত উঠোন বৈঠকে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন বলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের সেবা করার জন্যে আমি পুনরায় আপনাদের দোয়া চাই। আমি যদি চাঁদপুরের উন্নয়নে কোনো কাজ করে থাকি, তাহলে তো পুনরায় আপনাদের কাছে ভোট চাইতে পারি। সেই দাবি নিয়ে আপনাদের সন্তান হিসেবে আমাকে আবারো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। তিনি চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, ২০০৮-এর ২৯ ডিসেম্বরের নির্বাচনে নৌকার ঐতিহাসিক বিজয়ের পর থেকে গত ১০ বছরে জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, যা চাঁদপুরেও দৃশ্যমান। সে উন্নয়নের কথা বিবেচনা করে আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের আমানতের খেয়ানত করবো না। তিনি চাঁদপুরের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের বিবরণও তুলে ধরেন।
    ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীর সভাপ্রধানে এবং পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মিজি। আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা শাহজাহান মাতাব্বর, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টিপু দেওয়ান, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদারসহ দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য নাছির খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,  পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিশ^নাথ বণিক, আলমগীর গাজী, ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর খন্দকার, শাহাদাত বেপারীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এর আগে ডাঃ দীপু মনি ১নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির সভাপ্রধানে নিতাইগঞ্জে তাঁর বাগান বাড়িতে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়া পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ পাটওয়ারী বাড়ি, পুরাণবাজার হরিজন কলোনীতেও দীপু মনি উঠোন বৈঠক করেন। প্রতিটি উঠোন বৈঠকেই মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।