• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকার চূড়ান্ত টিকেট পেল ছয় শরিকের ১৬ প্রার্থী

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য ২৪০টি আসন রেখে ছয় শরিক দলের ১৬ প্রার্থীকে নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
    এর মধ্যে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাতীয় পার্টির (জেপি মঞ্জু)কে দু’টি, তরিকত ফেডারেশনকে দু’টি এবং জাসদকে (আম্বিয়া) একটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
    আর মহাজোটের শরিক যুক্তফ্রন্টের তিনজন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এবারের নির্বাচনে লড়বেন।
    ঢাকার ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে চূড়ান্ত মনোনয়নের চিঠি শরিক নেতাদের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    তবে জোটের বড় শরিক এরশাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কতটি আসন ছেড়ে দিচ্ছে, তা স্পষ্ট করেননি ওবায়দুল কাদের। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় পাটির্র প্রার্থীরা নিজেদের লাঙ্গল প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
    আওয়ামী লীগের ধানম-ি অফিসে এক ব্রিফিংয়ে কাদের বলেন, শরিকদের ৫৫ থেকে ৬০টি ছেড়ে দেয়া হতে পারে। জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন দেয়া হতে পারে। বিষয়টি শুক্রবারই চূড়ান্ত করার কথা।
জোটের যারা নৌকার প্রার্থী
    ওয়ার্কাস পার্টি : রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), টিপু সুলতান (বরিশাল-৩), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)
    জাসদ : হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)
    বিকল্পধারা : এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) ও এফএম শাহীন (মৌলভীবাজার-২)
জেপি : আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), রুহুল আমিন (কুড়িগ্রাম-৪)
তরিকত ফেডারেশন : সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার খান (লক্ষ্মীপুর ১)
জাসদ (আম্বিয়া) : মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮)
যে ১৭টি আসনে আওয়ামী লীগ একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছিল, সেসব আসনেও একক প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে শুক্রবার।
    ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মোটামুটি ২৪০ জন প্রার্থী চূড়ান্ত। তবে দুই-একজন এদিক-ওদিক হতে পারে। জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই আমরা মনোনয়ন দিয়েছি।’
    মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা শনিবার নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
    জোটের আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, শরিক দলগুলো আরও বেশি আসন প্রত্যাশা করে। তবে আওয়ামী লীগ নৌকা প্রতীকের বেশি মনোনয়ন দিতে পারছে না। শরিক দলগুলো চাইলে অন্য আসনেও নিজেদের প্রতীকে প্রার্থী দিতে পারেন।
    জোট শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাসদের শিরীন আক্তার, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী এবং বিকল্প ধারার আবদুল মান্নান যার যার দলের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি নেন ওবায়দুল কাদেরের কাছ থেকে।