প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৮০ জন
প্রথম দিনের আপিল নিষ্পত্তিতে ১শ’ ৬০ জনের মধ্যে গোলাম মাওলা রনি, বিএনপি’র সাবেক মন্ত্রী আমিনুল হকসহ ৮০ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মীর নাসির, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ওয়াদুদ ভূঁইয়ার প্রার্থিতা নামঞ্জুর করেছে ইসি।
নির্বাচন কমিশনে একদিন আগে থেকেই প্রস্তুত ছিলো এজলাস। নানা শঙ্কা নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার আগেই আপিল নিষ্পত্তিতে হাজির হন প্রার্থিতা হারানোরা।
২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মধ্যে ৭৮৬ জনের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আপিল নিষ্পত্তির জন্য প্রতি প্রার্থীকে গড়ে সর্বোচ্চ সময় দেয়া হয় ৫ থেকে ৬ মিনিট।
প্রার্থিতা ফিরে পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। তবে বিএনপির আলোচিত যেসব প্রার্থী দুর্নীতির সাজা থাকার কারণে প্রার্থিতা ফিরে পাননি তারা উচ্চ আদালতে লড়াই করবেন বলে জানান।
শুধুমাত্র বিএনপির প্রার্থীদেরই নয়, উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও আপিল নিষ্পত্তির প্রথমদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৮ ডিসেম্বর পর্যন্ত ইসিতে আপিল নিষ্পত্তি চলবে।