• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মন্ত্রী সভা থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে নতুন সংসদ গঠন হবে। এরপর নতুন মন্ত্রিসভা গঠন হবে। নতুন মন্ত্রিসভা গঠন হলে কারা সেখানে আসবেন, সেটি এখন বলাও সম্ভব হবে না। সকলে ভালো থাকবেন- এই কামনা করছি। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন প্রধানমন্ত্রী। একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিসভায় অনির্ধাতি আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রার্থী হয়েছেন। এ কারণে সবাই নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটের কাজে ব্যস্ত থাকবেন। আর মন্ত্রিসভার বৈঠক করা সম্ভব হবে না। এটি ছিল বর্তমান বছরে মন্ত্রিসভার ৩০তম বৈঠক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানান, শেখ হাসিনা বলেন, ‘সোমবার আমাদের (মন্ত্রিসভা) শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’

সর্বাধিক পঠিত