• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মনোনয়নপত্র দাখিল করলেন শেখ হাসিনা

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

২৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাকিব হাসান তরফদারের কাছে গোপালগঞ্জ-৩ আসনের জন্য এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

বঙ্গবন্ধু পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে এ মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন ।

সুত্রঃজাগরনীয়া