• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনিই চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০১৮, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ দীপু মনির মনোনয়ন চূড়ান্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দীপু মনিই চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-৩ (হাইমচর-চাঁদপুর সদর) আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬২ চাঁদপুর-৩ নির্বাচনী অাসন থেকে বাংলাদেশ অাওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অাওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি আজ রোববার সকালে ডাঃ দীপু মনি এমপি গ্রহণ করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে । মনোনয়নপত্র হাতে পেয়ে তিনি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন। তিনি যেনো সকলের ভালোবাসা এলাকার প্রিয় নেতা-কর্মী ভাই-বোনদের সহযোগিতায় চাঁদপুর-০৩ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরের সকল প্রানপ্রিয় সম্মানিত এলাকাবাসী ও অামার নেতাকর্মী ভাইবোনসহ সকলের প্রতি অামার বিনীত অাহ্বান, অাসুন অামরা ঐক্যবদ্ধভাবে অাগামী নির্বাচনে গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করি।

 

সর্বাধিক পঠিত