• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগামীকালের মধ্যে ব্যানার-ফেস্টুন না সরালে ব্যবস্থা

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ২২:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামীকালের মধ্যে ব্যানার, ফেস্টুন না সরালে ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কাজির দেউরীতে একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে এ কথা জানান তিনি।

নির্বাচন আর পেছানো হবে না উল্লেখ করে ইসি সচিব বলেন, '১৮ তারিখের মধ্যে যদি পোস্টার-ব্যানার সরিয়ে ফেলা না হয় তাহলে ১৯ তারিখ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এবং সন্ত্রাসীদের ধরার জন্য ইতিমধ্যে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান হেলালুদ্দীন আহমেদ।