• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সরকার অনেক কাজ করছে : দীপু মনি এমপি

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ২১:০৩ | আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২১:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সরকার অনেক কাজ করেছেন। তাদের কর্মসংস্থান তৈরীর জন্য এখন আবার অর্থনৈতিক জোনের কাজ হচ্ছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শনিবার ৩ নভেম্বর বেলা ২টায় চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মান্নান মিয়াজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, আয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম ভুঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির সুমনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। বক্তব্য পূর্বে প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি ইব্রাহীমপুর ইউনিয়নে চরফতেজংপুর আলুর বাজার সড়কে চরফতেজংপুর বাজারের নিকট আর সিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণে ব্যয় হবে সরকারের ২ কোটি ৯৩ লাখ টাকা। বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ চাঁদপুর। ইব্রাহীমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ধলু ভুঁইয়া বাড়ীর পাশে খালের উপর সেতু নির্মাণ (মিজান শেখের বাড়ীর পাশে) ভিত্তি প্রস্তর স্থাপন। ৩২ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করবে ত্রান শাখা। এছাড়াও চরফতেজংপুর ছালেহিয়া এবতেদায়ী মাদ্রাসা বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।  ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করবে ত্রান শাখা।