• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চরভৈরবী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠান স্মরণকালের বিশাল জনসভায় পরিণত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্মরণকালের বিশাল জনসভায় পরিণত হয়েছে। ডাঃ দীপু মনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই জনসমুদ্র আগামী সংসদ নির্বাচনে ডাঃ দীপু মনিকে পুনরায় এমপি হিসেবে দেখতে চাই বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো।
    প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। এ সরকারের আমলে হাইমচরে নদী ভাঙ্গন রোধ প্রকল্প, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আশ্রয়ন প্রকল্প, মেঘনার চরে অর্থনৈতিক জোন, পর্যটন কেন্দ্রসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। হাইমচরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করায় হাইমচরের জনগণকে নদী ভাঙ্গনের দুঃচিন্তা করতে হচ্ছে না, এখন রাতে শান্তিতে ঘুমাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। হাইমচরে আরো উন্নয়নের জন্যে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের সেবা করা জন্যে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি তা আপনার দেখেছেন। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় সেবা করার জন্যে আপনাদের ভোট ও দোয়া কামনা করছি।
    গতকাল ৩১ অক্টোবর বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমুখ।
    উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ  শেখ মুহসীন আলম, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালী, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া, সহ-সভাপতি এমএ বাসার, হুমায়ুন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, রাস্তাঘাট, ভূমি অফিস ভবন, ব্রিজ কালভার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত