• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখান তা বাস্তবায়নও করেন : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ২০:৩৬ | আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:৪৪
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ আজকে উন্নয়নের সফল অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দশটি উন্নয়ন প্রকল্পের কথা বলেছিলেন তার প্রায় সবগুলোই বাস্তবায়ন করতে পেরেছেন। চাঁদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় মঙ্গলবার ৩০ অক্টোবর সকাল ১১টা চাঁদপুর জেলা স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, সৃজনে বাংলাদেশ এটা আমরা সবাই জানি। ৭১ এ সজ্জিত পাকিস্তানী সেনাবাহিনীকে বাংলার দামাল ছেলেরা কোথায়ও লাঠি দিয়ে, আবার কোথায়ও খালি হাতে রুখে দিয়েছে। সৃজনী শক্তি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে। সঠিক নেতৃত্ব সৃজনী শক্তি ও মনোবল নিয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য বাংলাদেশে পরিণত হয়েছে। ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরনের ঔষধ সরবরাহ করছে। সরকার আশ্রয়ন প্রকল্প, মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি, যার জায়গা আছে ঘর নেই, তাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন। এ জাতিকে স্বপ্ন দেখান শেখ হাসিনা। স্বপ্ন বাস্তবায়ন করেনও শেখ হাসিনা। তিনি বলেন, চাঁদপুরে ৩ হাজার কোটি টাকার কাজ করেছে সরকার। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। চাঁদপুরে আজকে সবার ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। সবাই স্বয়ংসম্পূর্ণ আছেন। কেউ আজ অভাবে নেই। শিক্ষার হার বেড়েছে। আজকে প্রধানমন্ত্রী জাতীকে যে স্বপ্ন দেখান তিনিই তা বাস্তবায়নও করেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাযোগ্য সৃষ্টি হয়েছে। ১লা নভেম্বর চাঁদপুর সদর, হাইমচর, শাহরাস্তি, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ভিত্তি প্রস্তর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এছাড়া তিনি মতলব উত্তর ফায়ার স্টেশনও উদ্বোধন করবেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল হোসেনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি মেলা অংশ নেয়া ৫টি স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেছার আহমদ, গীতা পাঠ করেন স্বর্ণালী দাস। অনুষ্ঠান পূর্বে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।