• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতী চলছে

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০১৮, ২১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সারাদেশে আহ্বান করা ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেডারেশন নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি  জানিয়েছেন।
ওসমান আলী  বলেন, ‘আমরা কর্মবিরতি ডেকেছি। কিন্তু আপনারা (সাংবাদিকরা) একে ধর্মঘট বানিয়ে দিয়েছেন। যে যেভাবেই বলুক না কেন আগামী ৪৮ ঘণ্টার কর্মবিরতি নির্দিষ্ট সময় মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি বাড়ানো বা প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত হয়নি।’ ৪৮ ঘণ্টা শেষে নতুন কোনও কর্মসূচি দেওয়া হবে কিনা জানতে চাইলে এই শ্রমিক নেতা বলেন, ‘সেটি নির্ভর করছে সরকারের ওপর। সরকার যদি আমাদের দাবি পূরণের ব্যাপারে আন্তরিক হয় তাহলে নতুন কর্মসূচি দেওয়া বা না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।’