চাঁদপুর সরকারি কলেজের ‘বিজয় ফুল উৎসব’-২০১৮
অমিত সম্ভাবনার বাংলাদেশ আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দিতে চাই : ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে নতুন প্রজন্মের জন্যে বাসযোগ্য তাদের উপযুক্ত সুন্দর বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছাড়া এই দেশে আর কিছু থাকবে না। যার নেতৃত্ব দিবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ এখন শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। আজকে দেশের মানুষ কেউ না খেয়ে থাকে না। শিক্ষার্থীরা লেখাপড়ার সুন্দর পরিবেশ পাচ্ছে, বিনামূল্যে বই এবং উপবৃত্তি পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা পাচ্ছে। আমরা আরো বহু দূর এগিয়ে যাব। সারাবিশ^ অবাক বিস্ময়ে আমাদের দেশকে দেখছে। আমাদের যে অভূতপূর্ব অগ্রযাত্রা, এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। আবারো যেনো বিএনপি-জামাত মানুষকে বিভ্রান্ত করতে না পারে। তাদের সাথে যে ঐক্যফ্রন্ট তৈরি হয়েছে, তাদের প্রত্যাখ্যান করতে হবে। যারা বাংলাদেশে বসে পাকিস্তান প্রেমে বুঁদ হয়ে আছে, তাদের দ্বারা আমাদের কোনো ভবিষ্যৎ নেই। জাতির জনক বঙ্গবন্ধু যে বাংলাদেশ দিয়ে গেছেন, সেই বাংলাদেশটাকে গড়ে নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করে তাদের বাসযোগ্য ও উপযুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। অমিত সম্ভাবনার এ বাংলাদেশকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দিতে চাই।
গতকাল ২৭ অক্টোবর শনিবার সকাল এগারোটায় চাঁদপুর সরকারি কলেজ আয়োজিত নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে ‘বিজয় ফুল উৎসব’-২০১৮-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বিজয় ফুল উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী তরুণ-তরুণীদের উদ্দেশ্য করে ডাঃ দীপু মনি এমপি বলেন, যারা স্বাধীনতার শত্রু ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে, ইতিহাস বিকৃতি করেছে, সেই বিএনপি-জামাত এবং তাদের আজকের যারা দোসর তথাকথিত ঐক্যফ্রন্ট, তাদের সকলকে আমরা প্রত্যাখ্যান করি। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্যে নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার ও রূপক রায়ের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসীন পাঠান ও মোঃ ইয়াকুব আলী মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান। কোরআন তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মোঃ রুহুল আমিন। অনুষ্ঠান আয়োজন বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র ইমরান হোসেন। অনুষ্ঠানে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি (পৌর কাউন্সিলর), জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, কলেজের শিক্ষকবৃন্দ, বিশিষ্টজন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া কলেজ ও হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সবশেষে কলেজে যারা বিজয় ফুল তৈরি করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
শিক্ষার্থীদের মনে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্যে ১৭-২৭ অক্টোবর এ বিজয় ফুল উৎসবের আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা তুলে ধরার জন্যে ৬ জন মুক্তিযোদ্ধাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। আবু নঈম পাটওয়ারী দুলাল, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, এমএ ওয়াদুদ, মহসীন পাঠান, ইয়াকুব আলী মাস্টার ও সন্তোষ চন্দ্র মজুমদার অনুষ্ঠানে চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তাদের যুদ্ধ করার স্মরণীয় ঘটনা তুলে ধরেন। কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।