• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ০০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের দিনে দিনশেষে একটু আক্ষেপের বিষয় হলো সেঞ্চুরির কাছে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি ইমরুল কায়েস। ৯০ রানে আউট হন। এছাড়া হতাশ করেছেন লিটন কুমার দাস। ৮৩ রানে ফিরেন তিনি । আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

জিম্বাবুয়ের দেয়া ২৪৬ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়েন দুই ওপেনারই। এরপর সেঞ্চুরির পথে থাকা লিটন ক্যাচ দিয়ে ফেরেন রাজার বলে। ইমরুল কায়েসও সেঞ্চুরি বিসর্জন দিয়ে ফেরেন রাজার বলে। মাঝে শূন্য রানে ফেরেন ফজলে রাব্বি। সর্বশেষ খবর পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে বাংলাদেশ।

শুরুর ১০ ওভারে দুই ওপেনার তুলে ফেলেন ৫০ রান। এরপর দলের রান বাড়িয়ে শতক পার করেন তারা। প্রথমে দারুণ এক ফিফটি তুলে নেন লিটন দাস। এরপর ফিফটি পান আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েস। দেশের হয়ে ওপেনিংয়ে পঞ্চম সর্বোচ্চ জুটি গড়েন তারা। এরপর ৭৭ বলে ১২ চার ও এক ছক্কায় ব্যক্তিগত ৮৩ রানে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস।

তার আউটের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামা ফজলে রাব্বি ক্রিজে আসেন। কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে ফেরেন তিনি। এরপর ইমরুল-মুশফিকের ব্যাটে জয়ের দিকে ছুটছিল দল। তারা দু'জন ৬১ রানের জুটি গড়েন। দারুণ খেলা ইমরুল পরপর দুই সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু নিজের ৯০ রানে সামনে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। জয় থেকে মাত্র ৩৬ রান দুরে থাকতে আউট হন তিনি। ৪০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আর ২৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ের বোলারদের হয়ে ৪৩ রানে ৩টি উইকেট নেন সিকান্দার রাজা।

এর আগে জিম্বাবুয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলেরের ৭৫ রান ও সিকান্দার রাজার ৪৯ রানের উপর ভর করে ২৪৬ রান তোলে। বাংলাদেশের বোলারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

সর্বাধিক পঠিত