ফরিদগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের ৭ জঙ্গি আটক
ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় জঙ্গি সংগঠনের ৭ সদস্যকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হারুন অর রশিদ চৌধুরী ও পরে বেলা ১১ টার দিকে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো : ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদ (১৯), কুমিল্লা জেলার হোমনা থানার মোঃ মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জ জেলা সদরের রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোঃ কামরুল হাছান (২৭), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মোঃ নেয়ামত উল্ল্যাহ (২৬), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোঃ হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফজলুর করিম ওরফে দ্বীন ইসলাম (৩০)। আটককৃতরা আনসার উল্যা বাংলা টিমের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা হাসান, আরিফ, আল আমিনসহ কয়েকজন জানান, পৌর এলাকার কেরোয়া গ্রামে শনিবার দুপুরে সৌদি প্রবাসী বাবু ওরফে আবু রায়হানের বিল্ডিংয়ের দরজা-জানালা বন্ধ করে কিছু লোক গোপনে বৈঠক করছিলো। বিষয়টি টের পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ২টি ল্যাপটপ, ২টি প্যান ড্রাইভ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, যে বিল্ডিংটিতে জঙ্গিরা অবস্থান করছিলো, ওই বিল্ডিংয়ের মালিক বাবুর স্ত্রী আসমা বেগম ও বাবুর মা মরিয়ম বেগম মাঝে মধ্যে এখানে এসে বসবাস করতেন। ঘটনার সময় আসমা তার বাবার বাড়ি পাশর্^বর্তী গ্রাম গাজীপুরে অবস্থান করছিলেন এবং বাবুর মা মরিয়ম বেগম বাবুর বড় ভাইয়ের স্ত্রী রিনা বেগমের ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এলাকার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। বাসায় কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আসমা বেগমের ভাই কাউসার হামিদ তার বোনের কাছ থেকে ওই বিল্ডিংয়ের চাবি এনে কথিত বন্ধুদের নিয়ে অবস্থান করেন। এক পর্যায়ে শনিবার দুপুরে বিল্ডিংয়ের দরজা-জানালা বন্ধ করে গোপনে বৈঠক করার সময় সেটি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে তারা পুলিশে সংবাদ দেয়।
ফরিদগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, ফরিদগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের একটি বাড়িতে একটি জঙ্গি সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার বিকেলে উত্তর কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী মোঃ বাবু ওরফে আবু রায়হানের বিল্ডিংয়ে অভিযান চালায় এবং ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদসহ ৭জনকে আটক করতে সমর্থ হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২টি প্যান ড্রাইভ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশ এসব জঙ্গির কাছ থেকে উদ্ধারকৃত ল্যাপটপ, প্যান ড্রাইভ, মোবাইল ফোন পর্যবেক্ষণ করে এবং আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি জানান। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে রোববার সকালে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে রোববার দুপুরে চাঁদপুরের বিজ্ঞ আদালতে আটককৃতদের বিশদ জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।