• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অ্যাডঃ সিরাজুল ইসলামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

অ্যাডঃ সিরাজুল ইসলাম ছিলেন চাঁদপুরের একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ : মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ২০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর শহরের আদালতপাড়াস্থ বাসভবনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারবর্গ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক চাঁদপুর বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
দোয়ানুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও রাজনৈতিক আর্দশ সর্ম্পকে আলোচনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, মেয়র নাছির উদ্দিন আহমেদ ও  সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে অ্যাডঃ সিরাজুল ইসলাম ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। আজকে তার মৃত্যুবাষির্কীতে আমি চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, রোটাঃ অ্যাডঃ জামিল হায়দার বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিএম বাবু, অ্যাডঃ মোঃ শহীদুল্লাহ, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ হুমায়ূন কবির, সাইফুদ্দিন বাবু, গণপূর্ত বিভাগের ঠিকাদার মোঃ হাসান সারোয়ার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, মরহুমের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, অ্যাডঃ সাইদুল ইসলাম বাবু, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।