• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পুলিশ সুপারের প্রচেষ্টায় ১৩ বছর পর মেয়েকে ফিরে পেলো হতভাগ্য পিতা

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম-এর আন্তরিকতা ও প্রচেষ্টায় ১৩ বছর পর নার্গিস আক্তার মনি (২২)কে ফিরে পেয়েছে তার হতভাগ্য পিতা। এখন থেকে ১৩ বছর আগে ৯ বছরের ফুটফুটে সুন্দর মেয়েটিকে বাবা-মা অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ করতে দেয়। সে থেকে মনির কোনো খোঁজ নেই। অবশেষে ¯্রষ্টার অপার করুণায় অনেকটা নাটকীয়ভাবে চাঁদপুরের পুলিশ সুপারের প্রচেষ্টায় নার্গিস আক্তার মনি তার পরিবারের সন্ধান পেলো। গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম নিজে মনিকে তার পিতার হাতে তুলে দেন। দীর্ঘ ১৩ বছর পিতা তার সন্তানকে পেয়ে যেনো স্বর্গ খুঁজে পেলো এমন এক পরিবেশ তখন সেখানে সৃষ্টি হয়।
    ঘটনার বিবরণে জানা যায়, নার্গিস আক্তার হতদরিদ্র পরিবারের সন্তান। তার বাবা আঃ সাত্তার একজন কৃষক। সংসারে অভাব-অনটন থাকে সবসময়। সন্তানদের ভালোভাবে ভাত-কাপড় দিতে পারেন না। অগত্যা প্রতিবেশী স্বজনের দারস্থ হলেন বাবা। তারা ধনাঢ্য পরিবার। প্রায় সারাবছর ঢাকাতেই থাকেন। তাদের বাসায় গেলে খাওয়া-পড়ার অভাব হবে না। ধনাঢ্য এ পরিবারও আশ্বাস দিলো, বাসাই তেমন কাজ নেই, খাবে-দাবে, টিভি দেখবে আর মাঝে মাঝে গৃহকর্ত্রীকে সাহায্য করবে। বিনিময়ে মাস গেলে ভালো বেতন পাবে। এ চিন্তা থেকে বাবা আঃ সাত্তার তার স্ত্রীর সাথে পরামর্শ করে মনিকে ঢাকায় পাঠালো। যাওয়ার সময় বাবার গলা ধরে খুব কেঁদেছিল মনি। মায়ের আঁচলটা ঝাপটে ধরে ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বিদায় নিয়েছিল ঠিকই। মা বলেছিল সামনের মাসেই দেখা হবে আবার। বিশ্বাসও করেছিলো মেয়েটা। কিন্তু তার বিশ্বাস সত্যি হয়নি। ঢাকার বাসায় আনার পর তার ওপর শুরু হয় অকথ্য নির্যাতন। সইতে না পেরে মাসখানেক পরেই মনি রাতের আঁধারে পালিয়ে চলে যায় সদরঘাট। ৮/৯ বছরের বাচ্চাকে একা একা ঘুরতে দেখে এগিয়ে আসে এক লোক। ওই লোকটি মনিকে নিয়ে যায় উত্তরায় তার চাচীর বাসায়। একমাস পরেই ঢাকা থেকে তাকে বাগেরহাটে পাঠিয়ে দেয় তার মেয়ের কাছে। ৮ বছর কাজ করে ওই বাসাতে। তবে সেখানেও তার ওপর চলে নির্যাতন। আবার পালায় মনি। কিন্তু কোথায় যাবে, কী করবে বুঝতে পারে না। আবারো অসহায়ের মতো ঘুরতে থাকে পথে পথে। এবার আশ্রয় হয় এক কমিশনারের বাড়িতে। কিছুদিন পরেই কমিশনার মনিকে পাঠায় তার এক আত্মীয়ের বাড়িতে। গ্রামের বাড়ি বাগেরহাট হলেও বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে থাকবেন। বাড়ির কর্ত্রী অমায়িক মানুষ। মাঝে মাঝেই গল্প করেন মনির সাথে। সদা উচ্ছল মেয়েটা মাঝে মাঝেই উদাস হয়ে যায়। একদিন কথাচ্ছলে মনি জানায় তার করুণ ইতিহাস। শুনে খুব মায়া হয় গৃহকর্ত্রীর। কিন্তু কিছুই করার ছিলো না। কেননা মনির ছোটবেলার কথা কিছুই মনে ছিলো না। শুধু বলতে পারে চাঁদপুরের দিকে কোথাও হরিণহাটা জাতীয় নামের একটা গ্রামে ছিলো তাদের বাড়ি। বাবার নাম সাত্তার। যাই হোক, এটুকু সম্বল নিয়ে কারও এক যুগ আগের ঠিকানা খুঁজে পাওয়া যায় না। এদিকে ওই গৃহকর্ত্রী হচ্ছেন চাঁদপুরের বর্তমান পুলিশ সুপারের বন্ধু। হঠাৎ একদিন গৃহকর্ত্রীর আলাপ হয় চাঁদপুরের পুলিশ সুপারের সাথে। কথা প্রসঙ্গে মনির কথা উঠে আসে। ঘটনাটা দুঃখ প্রকাশ আর সান্ত¡নার মধ্য দিয়েই শেষ হতে পারতো। কিন্তু পুলিশ সুপার বাসায় এসে ঘুমোতে পারেননি। যতোবার তাঁর আদরের মেয়ে তাঁকে বাবা বলে ডেকেছে, ততোবারই তাঁর মনে হয়েছে কেউ হয়তো প্রতীক্ষা করছে মনির বাবা ডাক শোনার জন্যে। তাই স্থির করলেন মনিকে খুঁজবেন। তিনি চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মোল্লাকে মনির ঠিকানার সন্ধানের দায়িত্ব দেন। সন্ধান মেলে হরিণাঘাটের। তারপর ওই এলাকার সাবেক মেম্বার হাসানের সহায়তায় সন্ধান মেলে ১২ জন সাত্তারের। তবে দুঃখের বিষয় মনির বাবা সাত্তারের সন্ধান কেউ দিতে পারে না। হাল ছাড়েন না পুলিশ সুপার। গত ১০/১২ বছরে কোন্ কোন্ সাত্তার মারা গেছেন, কারা গ্রাম ছেড়েছেন তাদের খোঁজ নেয়া চলে।
    অবশেষে জানা যায়, মূল গ্রাম থেকে বসতি ছেড়ে চর এলাকায় বসতি করেছে এক সাত্তার। ২৬/০৯/১৮ তারিখ চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আনা হয় সেই সাত্তারকে। কথা শুনে কিছুটা মিল পাওয়া যায়। এরপর একটা ভিডিওকল। এক প্রান্তে পুলিশ সুপার অন্য প্রান্তে মনি। কথার এক পর্যায়ে ফোনের ক্যামেরা তাক্ করা হয় সাত্তারের দিকে। এরপর স্তব্ধ সবাই। ফোনের ভেতর দিয়ে যেনো বেরিয়ে আসতে চায় দুটি মানুষ। জড়িয়ে ধরতে চায়। কাঁদতে চায় এক যুগের জমা হওয়া কান্না। গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা থেকে আনা হয়েছে মনিকে। ফিরিয়ে দেয়া হবে তার বাবা, ফিরিয়ে দেয়া হবে তার ঠিকানা।
    পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টায় উপস্থিত সাংবাদিকদের সামনে ১৩ বছর আগে বাবা-মা কাছ থেকে দূরে চলে যাওয়া বর্তমানে ২২ বছরের নার্গিস আক্তার মনিকে তার  বাবা ও পরিবারবর্গের কাছে হস্তান্তর করেন।
    এ সময় পুলিশ সুপার বলেন, আমার এক কলেজ বন্ধুর বাসায় মেয়েটি কাজ করতো। বন্ধুর সাথে কথা হলে হারিয়ে যাওয়া মনির কথা শুনে তার বাড়ির ঠিকানা বের করে পরিবারের সন্ধান মিলে। ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা ও চাঁদপুর সদর ১৩নং হানারচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসান মেম্বারের সহযোগিতায় এ মেয়ের পরিবারের খোঁজ পাওয়া যায়। তাদের বাড়ি ইব্রাহীমপুর ইউনিয়নের নরহর্দী গ্রামে। নদীভাঙ্গার কারণে মেয়েটির বাবা সাত্তার ছৈয়াল মেঘনা নদীর পশ্চিমপাড়ে চলে যায়। পুলিশ সুপার বলেন, নার্গিস আক্তার মনিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করবো, কোনো বাবা-মার সন্তান এভাবে যেনো হারিয়ে না যায়।
    পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর ও সিপিআই হারুনুর রশিদ, ইউপি সদস্য হাছানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। পুলিশ সুপার নার্গিস আক্তার মনি ও তার বাবা, ভাই-বোনকে মিষ্টি মুখ করান।