আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্তের খবর শ্রেফ গুজব : ওবায়দুল কাদের
আওয়ামী লীগে এখনও কারও মনোনয়ন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ১শ’ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে-এমন একটি সংবাদ কদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু এ সংবাদটি ¯্রফে গুজব। এখনো পর্যন্ত আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। আওয়ামী লীগের প্রার্থী তালিকা অক্টোবরে চূড়ান্ত হবে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরীকদের জন্যে ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো ঠিক করা হয়নি।
আওয়ামী লীগের কারও মনোনয়ন কী এখনও চূড়ান্ত হয়নি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, না, এখন পর্যন্ত কারও মনোনয়নই চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৬০-৭০ জনকে আকার-ইঙ্গিত দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে তারা কারা তা আমি জানি না।