ফাইনালে যেতে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট বাংলাদেশের
এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ সেমিতে বাংলাদেশ টসে জিতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া ৬০ রানের দারুণ ইনিংস আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।
এর আগে দলীয় ১২ রানে তিন উইকেট হারানোর পর মুশফিক-মিঠুনের হার না মানা ১৪৪ রানের জুটি ভাঙেন পাকিস্তানি পেসার হাসান আলী। ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৮৪ বলে ব্যক্তিগত ৬০ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
টসে জিতে ব্যাট করতে নেমে তিন ওভারের মাথায় দলীয় ১২ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তখনই ব্যাট হাতে পাকি বোলারদের সামনে প্রতিরোধ গড়েন মুশফিক ও মিঠুন।
ইনিংসের শুরুতেই কোনও রান না করে সাজঘরে ফিরেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পাওয়া সৌম্য সরকার। আগের ম্যাচে ৪১ রান করা লিটন এদিন ১৬ বলে মাত্র ৬ রান করে জুনায়েদ খানের দ্বিতীয় শিকার হন।
ভরসা ছিল অভিজ্ঞ মুমিনুল হকের ওপর। সাকিবের ইনজুরিতে একাদশে জায়গা পাওয়া মুমিনুলও আস্থার প্রতিদান দিতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৫ বলে ৪ রান।
এরপরে ক্রিজে আসেন ইমরুল কায়েস। তিনি ফিরেন ৯ রানে। এরপর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। মুশফিককে নিয়ে দেখেশুনে ব্যাট করনে। তবে ৯৯ রানের মাথায় মুশফিকের আউটই হয়তো আফসোসের কারণ।
তারপরে ক্রিজে আসেন মিরাজ। তিনি করেন ১২ রান। তবে তার আউট ও শেষের দিকে মাহমুদউল্লার বিদায়ে শেষের দিকে বাউন্ডারি না আসায় ২৪০ রানের মাঝেই আটকে যায় দল।