• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভায় মেয়র নাছির উদ্দিন আহমেদ

বর্ষা শেষ হলে চাঁদপুর শহরের একটি সড়কও সংস্কারবিহীন থাকবে না

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩-এর আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
    পৌরসভার ইমাম হাফেজ মোঃ জাকির হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হালদারের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেয়র নাছির উদ্দিন আহমেদ। তারপর বিগত সভার কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্ত সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করেন পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া। সভার এক পর্যায়ে চাঁদপুর পৌরসভার টিএলসিসির সদস্য আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সনাক চাঁদপুরের সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি  ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আঃ রশিদ সর্দার, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, জেলা ন্যাপ সভাপতি আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারী, আত্মনিবেদিতা মহিলা সংস্থার কর্মকর্তা ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, ইউএনডিপি কর্মকর্তা আঃ কাইউম প্রমুখ।    
    সভায় স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্যে পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বলেন, চাঁদপুর পৌরসভার মৌলিক সমস্যা যা ছিলো তা পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলেই দুর্নীতি হওয়াটা স্বাভাবিক। সেজন্যে চাঁদপুর পৌরসভার নির্বাচিত পৌর পরিষদের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে আইনী স্বীকৃতিতে চলছে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর কার্যক্রম। এর ফলে উন্নয়নমূলক কাজসহ পৌরসভার সামগ্রিক কাজে জনসম্পৃক্ততা বাড়ে এবং এ সকল কাজ টেকসই হয়।
    তিনি আরো বলেন, নতুনবাজার ও পুরাণবাজারে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হয়েছে। আশা করি এ দুটির মাধ্যমে মানুষ নিরাপদ পানি পান করতে পারবে। এছাড়া এ প্ল¬ান্টের কারণে চাঁদপুর শহরে পানির কোনো সমস্যা থাকবে না। তিনি বলেন, টিএলসিসির সভায় আলোচিত সমস্যাসমূহের ৮০-৯০ ভাগের সমাধান করা হয়। তিনি হলফ করে বলেন, বর্ষা শেষ হলে চাঁদপুর শহরের একটি সড়কও সংস্কারবিহীন থাকবে না এবং অধিকাংশ সড়কে ফুটপাত নির্মাণ করা হবে।