• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসকের বদলির সংবাদে চাঁদপুরের সাধারণ মানুষের মাঝে নিরব কান্না

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০
চাঁদপুর পোস্ট রিপোর্ট ।।
প্রিন্ট

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বদলি হচ্ছেন--এমন সংবাদে জেলার সাধারণ মানুষের মাঝে যেন নিরব কান্না চলছে।  এ মানুষগুলো যেন বর্তমান জেলা প্রশাসককে তাদের একজন অভিভাবক এবং আশ্রয়ের জায়গা হিসেবে পেয়েছিলো। তারা তাদের যে কোনো প্রয়োজনে তাঁর কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যেতো না। দেখা গেছে যে, সহায়-সম্বলহীন মানুষগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাঁর সাথে সাক্ষাৎ করে তাদের অভাব-অভিযোগের কথা অনায়াসে বলতে পারতো। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানও তাদেরকে নিজ কক্ষে এনে তাদের সুখ-দুঃখের কথা শুনে যৌক্তিকভাবে সেগুলো সমাধানে উদ্যোগী হতেন। তখন দেখা যেত কাউকে তিনি নগদ অর্থ, কাউকে চাল, এমনকি কাউকে ঘর করার জন্যে ঢেউটিন পর্যন্ত দিয়েছেন। এগুলো তিনি সরকারের ত্রাণ শাখা থেকেই দিতেন। যা এসব অসহায় গরিবদেরই প্রাপ্য ছিল। এছাড়া তিনি বর্তমান সরকারের যে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এ জেলাকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। তাঁর বিগত কর্মকাণ্ডের জন্যে তিনি এ জেলায় যোগদানের অল্প কদিনের মাথায় সরকারি কর্মকর্তাদের নোবেলখ্যাত ‘জনপ্রশাসন পদক’ও লাভ করেছেন। এমন একজন জনদরদী এবং করিৎকর্মা সৎ জেলা প্রশাসকের অনাকাঙ্ক্ষিত বদলির গুঞ্জনে এ জেলার সাধারণ মানুষ, সুধীমহল এবং সৎ সরকারি কর্মকর্তাদের মাঝে অনেকটা হতাশা দেখা দিয়েছে। এমনকি অনেক অসহায় মানুষকে নিরবে কান্না করতেও দেখা গেছে। যদিও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের বদলি সংক্রান্ত কোনো সরকারি আদেশ এখনও পর্যন্ত আসেনি । তাই তিনি বদলি হচ্ছেন কিনা সেটিও এখনো অনিশ্চিত।

চলতি বছরের মার্চে চাঁদপুরের ১৯তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোঃ মাজেদুর রহমান খান। বিগত ক মাসে দায়িত্ব পালনকালে তিনি আপামর মানুষের মন জয় করে নিয়েছেন। যেখানেই সাধারণ মানুষের ভোগান্তি দেখেছেন, সেখানেই তিনি তা লাঘবের চেষ্টা করেছেন। পাশে দাঁড়িয়েছেন দুস্থ, অসহায় সাধারণ মানুষের। জেলার যে কোনো সমস্যায় তিনি ঘটনাস্থলে নিজে ছুটে গেছেন এবং তা সমাধানের উদ্যোগ নিয়েছেন। চাঁদপুরের সাধারণ মানুষ জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে নিজেদের একজন করে নিতে তাই দেরি করেনি। সেকারণেই তাঁর হঠাৎ বদলির গুঞ্জনে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল তাঁর বদলির গুঞ্জনটি টক অব দা ডিস্টিক্ট্রে পরিণত হয়েছে।

সচেতন মানুষ মনে করছেন, মাত্র ছয় মাসের মধ্যে মাজেদুর রহমান খান কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। এ জেলার জন্যে তিনি মনপ্রাণ দিয়ে কিছু কাজ করেছেন। তিনি জেলার উন্নতির জন্যে আরো অনেক কাজ করতে পারবেন। তিনি বদলি হচ্ছেন এমন সংবাদ অনাকাঙিক্ষত ও বেদনাদায়ক। যদিও এটি এখনো নিশ্চিত নয়।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সাদামাটা চলাফেরা করতে পছন্দ করতেন। তাঁকে কখনো ট্রেনে চড়ে একা একা চট্টগ্রামে যেতে দেখা গেছে। কখনো নিজেই খোঁজ নিতে গেছেন জেলে পাড়ায়, বস্তি এলাকায় এবং নদীর পাড়ে ও ফুটপাতে যারা খোলা আকাশের নিচে দিনযাপন করছে তাদের কাছে। তাদের অভাব-অভিযোগ শুনে সরকারি বরাদ্দের সামর্থ্য অনুযায়ী তিনি নিজেই ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে করে সরকারের ভাবমূর্তি সাধারণ মানুষের মাঝে অনেক বেড়েছে। এছাড়াও অনেকসময় ব্যক্তিগতভাবে গরিব-দুঃখীদের সহযোগিতা করতে দেখা গেছে তাঁকে।

চাঁদপুরের সাধারণ মানুষসহ আপামর জনতা বর্তমান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে সরকারের চাকুরিবিধি অনুযায়ী পূর্ণ মেয়াদে এ জেলায় রাখার জন্যে সরকারের সর্বোচ্চ মহলে অনুরোধ জানিয়েছেন।