ফরিদগঞ্জে চাঁদপুর রোটারী ক্লাবের দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির॥ একশ’জনকে বিনামূল্যে লেন্স স্থাপনের ব্যবস্থাগ্রহণ
চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় ফরিদগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় চারশ’ জনের চক্ষু পরীক্ষা শেষে একশ’জনকে বিনামূল্যে লেন্স স্থাপনের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
নয়াহাট বাজারস্থ চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ১০টায় এ শিবিরের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলার সাবেক লেঃ গভর্নর ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, সেক্রেটারী খোরশেদ আলম পাটওয়ারী, কলেজের অধ্যক্ষ আবু জাফর মোঃ শামছুদ্দিন পাটওয়ারী, চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবু জাফর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী জেলার ডেপুটি গভর্নর অধ্যাপক মোঃ জাকির হোসেন, ক্লাবের সহ-সভাপতি নাসির খান, শাহেদুল হক মোর্শেদ, পরিচালক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, সদস্য রফিকুল ইসলাম, গোপাল সাহা, শাহানা ইসলাম, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি তাজিবুল ইসলাম সনি, রূপসী রোটার্যাক্ট ক্লাবের সভাপতি ধ্রুব প্রমুখ। এ কার্যক্রমে কলেজ গভর্নিং বডির সদস্য সাইফুল ইসলাম, বাদশা পাটোয়ারী, অধ্যাপক শাহাদাত হোসেন সহ অন্য শিক্ষা ও কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।