• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এশিয়া কাপ শেষ তামিমের

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইনজুরি ছিলো আগে থেকেই। তারপরেও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ছিলেন তামিম ইকবাল। আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠেও নেমেছিলেন। 

ম্যাচের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমলের বাউন্সারে পুল করতে গিয়ে বাম হাতের কব্জিতে আঘাত পান। খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে দেশসেরা ক্রিকেটারের এক্স-রে করা হয়। পরে আরো বড় দুঃসংবাদ আসে। কব্জিতে চিড় ধরেছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপে আর মাঠে নামতে পারবেন না তামিম। তার ইনজুরি বেশ গুরুতর। এজন্য আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

এমনিতেই সিরিজের আগে পুরোপুরি ফিট ছিলেন না। গত ২৮ আগস্ট ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ে। তারপরেও মাঠে নেমেছিলেন তিনি।