চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা
বঙ্গবন্ধুর সোনার বাংলা চাইলে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে : হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমানের সাথে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা বার উন্নয়নের কাজ আপনাদেরই করতে হবে। আমাদের আইনমন্ত্রী মহোদয় বৃহত্তর কুমিল্লা জেলার সন্তান। আর চাঁদপুর জেলাটি হচ্ছে কুমিল্লার জেলার সাথে। চাঁদপুর জেলার বার ও বিভিন্ন উন্নয়নের জন্যে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করতে হবে। চাঁদপুরে বিচারকদের বসার জন্যে ভালো মানের বিল্ডিংয়ের প্রয়োজন । আমি সে ব্যাপারে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো।
তিনি তাঁর বক্তব্যে আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্যে বলেন, সময়মতো আদালত করতে হবে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। যাতে করে বিচারপ্রার্থীরা তাদের সেবা পায়। চাঁদপুর জেলায় আইনজীবীদের জজশীপ ও বেঞ্চের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। তার প্রমাণ এই পর্যন্ত কারো বিরুদ্ধে এ জেলায় আন্দোলন হয়েছে বলে শোনা যায় নি। আইনজীবীদেরকে আদালতের বেঞ্চকে সহযোগিতা করতে হবে। বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচারপ্রার্থীরা কোনো মামলা নিয়ে হাইকোর্টে যাওয়ার আগে আপনারা একটু চেষ্টা করবেন যাতে স্থানীয়ভাবে বিচারপ্রার্থীরা তাদের সেবাটুকু নিতে পারে। আমাদের সকলকে মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাইলে আপনাদেরকে যে যার আবস্থান থেকে কাজ করে যেতে হবে। সকলের সাথে সকলেরই সমন্বয় রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। আমরা কিন্তু সকলেই একই পরিবারের লোক।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, নিজ কর্মকে সকলে প্রাধান্য দিতে হবে। শুধু চাঁদপুর জেলায় নয়, সারা বাংলাদেশের বিচারপ্রার্থীরাই অনেক গরীব। তারপরও বিচারপ্রার্থীদেরকে আমাদের সেবা দিতে হবে। চাঁদপুরের বিচার বিভাগের উন্নয়নের কথা সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরবো। সকলের কাছেই আমি দোয়া চাই আমি যেনো মানুষের সেবা করে যেতে পারি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের (জেলা জজ) বিচারক আঃ মান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আহসান তারেক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ, যুগ্ম জেলা জজ-১ মোঃ মিজানুর রহমান খান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ সাদী রহমান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ অ্যাডঃ কাজী হাবিবুর রহমান, অ্যাডঃ রুহুল আমিন-১, আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ আবু তাহের পাটওয়ারী, অ্যাডঃ রুহুল আমিন সরকার, আলহাজ্ব অ্যাডঃ মোঃ মোবারক হোসেন, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জাকির হেসেন, অ্যাডঃ শহীদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির জীবনবৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ আব্দুর রহমান ও গীতা পাঠ করেন অ্যাডঃ পলাশ মজুমদার। এর আগে গতকাল সকালে বিচারপতি মামনুন রহমানকে চাঁদপুর সার্কিট হাউজে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেক আহসান, সাব জজ-১ মিজানুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত পিপি অ্যাডঃ মোবারক হোসেন, নারী ও শিশু পিপি অ্যাডঃ হাবিবুল ইসলাম তালুকদার, সিনিয়র আইনজীবী আঃ রহমানসহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী সমিতির নেতৃবৃন্দ।
বিচারপতি মামনুন রহমান ২ দিনের সফরের মধ্যে গতকাল বুধবার চাঁদপুর জেলা জজ আদালত যান এবং অফিস চলাকালীন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসমূহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অধীনস্থ আদালত সমূহ পরিদর্শন করেন এবং বিকেল সাড়ে ৩টায় তিনি জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
বিচারপতি মামনুন রহমান আজ বৃহস্পতিবার জেলা জজ আদালতে যাবেন ও অফিস চলাকালীন জেলা জজ আদালতের অধীনস্থ আদালত পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
২ দিনের সফরে গত মঙ্গলবার রাতে তিনি লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর লঞ্চঘাটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চীফ জুডিশিয়াল বিচারক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ জেলা জজ শীপের বিচারকসহ আইনজীবীগণ।
সূত্র : চাঁদপুর কণ্ঠ