• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমজমাট আয়োজন

উৎসবের আমেজে কাল ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিগত নয় বছরের ন্যায় এ বছরও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)-এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০১৮। আগামীকাল মঙ্গলবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার উল্লাস তথা ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে উৎসবের আমেজে। জমজমাট আয়োজনে এদিন সকাল ৮টায় র‌্যালির পর পৌনে ৯টায় বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে এবং বেলা ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী (দুলাল) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ টিপু। অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ-এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক। এছাড়াও বিতর্কে বৃত্তি প্রবর্তক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মনজু অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন বিতার্কিককে বৃত্তি প্রদান করবেন।
    সিকেডিএফ-এর সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে জানান, ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩ এপ্রিল ২০১৮ থেকে। এবারের প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে  প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ ও সমমানের মাদ্রাসার ১৫০টি বিতর্ক দল অংশগ্রহণ করেছে।
    সব শ্রেণি-পেশার মানুষজনকে ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সিকেডিএফ-এর সভাপতি কাজী শাহাদাত।