• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সনাকের আয়োজনে এনজিও নেটওয়ার্কিং সভা

দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে হলে পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৮:৪৫
প্রেস বিজ্ঞপ্তি ॥
প্রিন্ট

‘সুশাসিত স্বদেশ, সকলের সমান অধিকার-চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ এ শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে গতকাল সকাল ১১টায় সনাক কার্যালয়ে সমমনা বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আন্তঃযোগাযোগ বৃদ্ধি  ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সমমনা বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মধ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, জলবায়ু, ভূমি, জেন্ডার এবং তথ্য ও পরামর্শসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধি, বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের মাঝে আন্তঃসম্পর্ক জোরদার ও পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করাই ছিল এ নেটওয়ার্কিং সভার উদ্দেশ্য। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি কাজী শাহাদাত।  
    সভার সভাপতি কাজী শাহাদাত বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে হলে পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি পারস্পরিক মতবিনিময় করার মাধ্যমে সুশাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিসহ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন। সনাক-টিআইবি সবসময় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। তিনি সনাকের বিভিন্ন কার্যক্রমে এনজিওগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়নকে আরও টেকসই করতে হলে সকলের সমন্বিত সহযোগিতা একান্ত প্রয়োজন। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হলে আমাদের মধ্যে নৈতিকতাবোধ ও আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। তিনি নেটওয়ার্কিং সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
    এনজিও ভিত্তিক কার্যক্রম শেয়ারিং ও অভিজ্ঞতা বিনিময়, তথ্য জানার অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠান সমূহের উদ্যোগ, দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে বেসরকারি প্রতিষ্ঠান সমূহের উদ্যোগ, জেন্ডার বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন, বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের মাঝে আন্তঃসম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নবরূপ মানবিক উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোর্ত্তাজুল হক, সনাক সদস্য মোঃ আব্দুস সামাদ দেওয়ান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শাহেদ রিয়াজ, ওয়াইডাব্লিউসিএ-এর সাধারণ সম্পাদক পাপড়ী বর্মণ, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার মোঃ আব্দুস সামাদ খান রাজন, সিসিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ সেলিম পাটওয়ারী, টিএমএসএস-এর শাখা ব্যবস্থাপক মোঃ আহসান আলী, আত্মনিবেদিতা মহিলা সংস্থার ম্যানেজার মাকসুদুর রহমান ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি নাঈমা মোশারফ। এনজিও প্রতিনিধিবৃন্দ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো তুলে ধরেন। তারা বলেন, টিআইবি ও সনাক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমরাও টিআইবি’র সাথে বিভিন্ন দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সনাক-টিআইবি’র সাথে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাবো। তারা আরও বলেন, আমরা যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করি তাহলে দুর্নীতিবিরোধী আন্দোলন আরও বেগবান হবে। সভায় জেন্ডার সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।
    বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য আলহাজ্ব প্রফেসর মনোহর আলী, মোঃ আব্দুল মালেক, মাহমুদ হাসান খান, মোঃ আলমগীর পাটওয়ারী, নবরূপ মানবিক উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার, রেলওয়ে বিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, টিআইবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ) শিশির কুমার সরকার, টিআইবি’র রাজন চন্দ্র দে, ইয়েস দলপ্রধান মোঃ আবু সালেহ প্রমুখ।