অবশেষে চাঁদপুরের ৭ কলেজ সরকারিকরণের প্রজ্ঞাপন জারি
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো চাঁদপুরের ৭টিসহ সারাদেশের ২৭১টি কলেজের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ আগস্ট কলেজগুলো সরকারিকরণ পত্রে স্বাক্ষর দেন। সে আলোকে গতকাল ১২ আগস্ট রোববার সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ ২৭১টি প্রতিষ্ঠান নিয়ে বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা হলো ৩২৭। চাঁদপুর জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, মতলব উত্তরের ছেঙ্গারচর ডিগ্রি কলেজ, মতলব ডিগ্রি কলেজ, হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জ মডেল কলেজ ও শাহরাস্তির করফুলেন্নেছা মহিলা কলেজ।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির কথা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছার পর শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সদ্য সরকারিকরণকৃত ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ জানান, আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি আমাদের সকলের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। ডিড অফ গিফট বেশ ক’মাস পূর্বে সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতার কারণে কলেজ সরকারিকরণ প্রক্রিয়াটি থেমে ছিল। আমরা কৃতজ্ঞতা জানাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।