• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া নির্ধারণ করেছে সরকার। গতবারের চেয়ে এবার পশু ও চামড়ার আকারভেদে দাম কম।

 সরকারি নির্দেশনা অনুযায়ী, এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়। ঢাকার বাইরে দাম হবে দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা।

এছাড়া সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকায় কিনবেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার বাণিজ্য চামড়া ব্যবসায়ীদের সঙ্গে একান্তে আলোচনার পর এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।