• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৮, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিন গত ৫ আগস্ট হলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওইদিন সব পরিবহন টিকিট বিক্রি শুরু করেনি।

সরেজমিন রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা গেছে, আগাম টিকিট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে।  বাস কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে।

মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে, কোনোভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়। এ ছাড়া পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন তাদের হাতে যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত দেবেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, অনেক পরিবহন ৫ তারিখ অগ্রিম টিকিট বিক্রি শুরু না করলেও আমরা ওইদিন থেকেই টিকিট বিক্রি করেছি। তবে মঙ্গলবার থেকে পুরোদমে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট প্রত্যাশীদের ভিড় বেশি। আজ দেওয়া হচ্ছে ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের টিকিট।

তিনি জানান, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টারে আগাম টিকিট পাওয়া যাবে। কোনোভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না বলে তিনি জানান।

হানিফ এন্টারপ্রাইজের গাবতলী কাউন্টারের জেনারেল ম্যানেজার মোশারফ হোসাইন বলেন, আগে আসলে আগে পাবেন এ নীতির ওপর ভিত্তি করে টিকিট দেওয়া হচ্ছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন।

কল্যাণপুরের শ্যামলী কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখে গেছে। তবে এখানে যাত্রীদের অভিযোগ, ২০ ও ২১ আগস্টের কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় তীব্র ক্ষোভ দেখা গেছে এ সময়। অনেকেই আবার টিকিট বিক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

চাঁদ দেখা সাপেক্ষে ২২ আগস্ট ঈদ হতে পারে।