প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ঘরে ফিরে যাও : প্রধানমন্ত্রী
আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি । আগামী দিনে তোমরা আসবে। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের ওপর পড়বে। শিক্ষা ছাড়া কোনও জাতি এগিয়ে যেতে পারে না।’ রবিবার (৫ আগস্ট) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ জেলার ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সন্তানদের ঘরে রাখেন। যে কোনও অঘটন ঘটলে তাদের দায়-দায়িত্ব কে নেমে? শিক্ষকদের বলছি, আপনাদের ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনেন। তাদের দায়িত্ব পড়াশোনা করা। তারা যেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করে ।’
বিএনপি-জামায়তাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘একটা শ্রেণি আছে তাদের কাজই ঘোলা পানিতে মাছ শিকার করা। তারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগ অফিসে হামলা করলো। ২০১৫ সালে অনিক ও হৃদয় নামে দুজন শিক্ষার্থী তাদের বোমায় আহত হয়। তাদেরকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য। ইডেন কলেজের এক ছাত্রী তাদের বোমায় আহত হয়। চট্টগ্রামে এক ছোট্ট শিশু অগ্নি সন্ত্রাসে আহত হয়। তারা পেট্রোল বোমা মারে। তাদের থেকে সাবধান থাকতে হবে।’