• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ:  ০১ আগস্ট ২০১৮, ২৩:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানীসহ সারাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল এই নির্দেশ কার্যকর করতে সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।  এই ঘটনার প্রতিবাদে পরের দিন থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।