• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যুদ্ধাপরাধীদের সন্তানদের চাকরিচ্যুত করতে হবে: নৌমন্ত্রী

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ০৮:২৭ | আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধপরাধীদের সন্তানরা দেশে কোনো সরকারি চাকরি পাবে না। কোনো সরকারি দপ্তরে রাজাকারদের সন্তানররা চাকরি করছে তাদের চিহিৃত করে তাদের চাকরিচ্যুত করতে হবে।

 

মঙ্গলবার রাতে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়শনের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

শীঘ্রই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তা করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে সেই সেতু দিয়ে যেন বিএনপি নেতাকর্মীরা চলাচল না করে সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে। সামনে তিন সিটি করর্পোরেশন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হবে নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীরা যে অভিযোগ করছে তা ভিত্তিহিন।

 

নৌ পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন করবে করবে বলেও চিৎকার দিচ্ছে অনেক দিন ধরে শেখ হাসিনা দশ বছর ধরে ক্ষমতায় আছে তার বিরুদ্ধে বিএনপি কোন আন্দোলন করতে পারেনি। বিএনপি আর এই দেশে আন্দোলন করতে পারবে না কারণ দেশের মানুষ যা পছন্দ করে না বিএনপি তাই করে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে যেমন সন্ত্রাসী কায়দায় মানুষের সমর্থন আদায় করা বিএনপি নিজেই সন্ত্রাসী দল তাই তারা সন্ত্রাসীদের নিয়ে ২১ দল গঠন করেছে যারা সম্পদ পুড়িয়ে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করে তাই তারা দেশের মানুষের কোনো সমর্থন পাবে না।

 

 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার আঞ্চলিক কমিটির সভাপতি ডা. হাসান আলীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ প্রমুখ।

সর্বাধিক পঠিত