মতলব উত্তরে রথযাত্রা উৎসব
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ
-------ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি
গতকাল শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া বিদ্যালয় মাঠে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের মূলমন্ত্রই মানবতা। ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। সকল মানুষের সমঅধিকারের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বিভিন্ন সময়ে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে আমাদের ভীতি রয়ে গেছে। তা পরিহার করতে হবে।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে দেশে কোনো কোনো রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার ও অপব্যাখ্যা করে সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য কখনই সফল হবে না। এ আদর্শকে বুকে ধারণ করে চললে সমাজে কোনো হানাহানি সৃষ্টি হবে না।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিলেন। দেশের মানুষের কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। মায়া চৌধুরী আরও বলেন, দেশে এখন যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন। নৌকাই একমাত্র উন্নয়নের ভরসা। নৌকা ক্ষমতায় এলে মতলবসহ সারাদেশে উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা বজায় রাখতে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেকোন ষড়যন্ত্র রুখতে হবে। আওয়ামী লীগকে অধিক ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা তথা সারাদেশের উন্নয়ন তুলে ধরেন। এরপর রথযাত্রা উদ্বোধন করেন।
শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ রায়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব কমিটি চাঁদপুর জেলা শাখার পরিচালক জগনানন্দ প-িত, রথনাশ্বর দাস প্রমুখ।
উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী সরকার, সাধারণ সম্পাদক আবদুল গফুর।
এদিকে শনিবার বিকেলে দুর্গাপুর শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। এর আগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রনিসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র “ চাঁদপুর কণ্ঠ