• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টেস্টে সর্বনিন্ম রানের লজ্জা বাংলাদেশের

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ২২:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অ্যান্টিগায় নিজেদের সর্বনিন্ম রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশে। এছাড়া অলআউট হয়েছে টেস্টে নিজেদের সর্বনিন্ম ওভার খেলে। এরআগে বাংলাদেশের টেস্টে সর্বনিন্ম স্কোর ছিল ৬২। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওই রান করে গুটিয়ে যায় বাংলাদেশ। আর এবার মাত্র ৪৩ রানে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এছাড়া এর আগে ২৫.২ ওভার ব্যাট করতে পেরেছিলে বাংলাদেশ। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে টিকতে পারলো মাত্র  ১৮.৪ ওভার। 

এর আগে ৯ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে সাকিবের নেতৃত্বে খেলা দল। ওপেনার তামিম ইকবালের পর মুনিমুল, সাকিব, মুশফিক মাহমুদুল্লাহরা সবাই ফিরে গেছেন। আউট হয়ে ফিরে যাওয়া ব্যাটসম্যানরা কেউ ১০ এর ঘরে রান করতে পারেনি। 

এছাড়া কেমার রোসের পরপর দুই বলে ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিক, সাকিব এবং মাহমুদুল্লাহ কোন রান করতে পারেননি 

সর্বাধিক পঠিত