• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৩৭তম বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন

প্রকাশ:  ১৩ জুন ২০১৮, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জনসহ সাধারণ ক্যাডারে মেটা ৪৫৬ জনকে  নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারে ৩২৩ জন এবং কারিগরী ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৫২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

সর্বাধিক পঠিত