• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেডিকেল কলেজের জায়গা চিহ্নিত করতে ডাঃ দীপু মনি এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দের বিভিন্ন স্থান পরিদর্শন

প্রকাশ:  ০৪ জুন ২০১৮, ২২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁদপুরে মেডিকেল কলেজ বাস্তবায়নে জায়গা চিহ্নিত করতে ডাঃ দীপু মনি এমপিসহ প্রশাসনিক কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরজমিনে বিভিন্ন স্থানে  গিয়েছেন। তাঁরা সম্ভাব্য তিনটি জায়গা চিহ্নিত করে দুটির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল রোববার সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল চাঁদপুর শহরের পূর্বাঞ্চলে তিনটি জায়গা দেখেন। এ সময় তাঁদের সাথে আরো ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর এসিল্যান্ড অভিষেক দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ আরো অনেকে।
        প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ এপ্রিল চাঁদপুর সফর করেছেন। এদিন তিনি চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় চাঁদপুরে বেশ কিছু উন্নয়নের মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপন। চাঁদপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো একটি মেডিকেল কলেজের। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনিও এজন্যে প্রাণান্তকর চেষ্টা চালিয়েছিলেন। অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে সে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।
        জানা গেছে, মেডিকেল কলেজ স্থাপনের জন্যে ৩০ একর জায়গা লাগবে। এ জায়গার সন্ধানে গতকাল ডাঃ দীপু মনিসহ প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ সরজমিনে যান। তাঁরা প্রথমে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ বাবুরহাট ফাইভস্টার পার্কের কাছে একটি জায়গা দেখেন। এরপর চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে গাছতলা ব্রিজের দক্ষিণ প্রান্তে মেরিন একাডেমির বিপরীত দিকে নদীর পাড়ের জায়গা দেখেন। এ জায়গাটি দেখে তাঁরা ইসলামপুর গাছতলাস্থ খাজা আহমদনগরের সামনে যান। খাজা আহমদনগরের ভেতরে যে বিশাল জায়গা রয়েছে সেখানেও মেডিকেল কলেজ করা যেতে পারে বলে তাঁরা মতামত দেন। গতকাল যাঁরা জায়গা পরিদর্শন করেছেন তাঁরা মেরিন একাডেমির বিপরীত দিকে নদীর পাড়ে অথবা খাজা আহমদ নগরে মেডিকেল কলেজ করার উপযোগী জায়গা রয়েছে বলে মনে করছেন। এ দুটি জায়গার একটিতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে তাঁরা আগ্রহ দেখিয়েছেন।