• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ

প্রকাশ:  ০৪ জুন ২০১৮, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের বর্ধিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত দুঃস্থ মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বহি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ সরকার, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহ্মদ আলী মাঝি, আঃ লতিফ গাজী, মামুনুর রহমান দোলন, আলমগীর খান, শাহ আলম বেপারী, নাছির চোকদার, ডিএম শাহজাহান, হাবিব দর্জি, আলমগীর গাজী, মাইনুল ইসলাম পাটওয়ারী, আঃ মালেক বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ প্রমুখ।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের ২২৭ জনকে বয়স্ক, ৫৬ জনকে বিধবা ভাতা ও ৬৩ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বহি বিতরণ করেন।

সর্বাধিক পঠিত