আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চাঁদপুরে পরীক্ষার্থী ২০ সহস্রাধিক
চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪' আজ ১ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষায় জেলায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬শ' ৭৫ জন। আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা ২০ মিনিটে পরীক্ষা শেষ হবে।জেলায় উপরোক্ত মোট পরীক্ষার্থীর জন্যে কেন্দ্র থাকবে ২৮টি। শূন্য পদের সংখ্যা ৩শ'। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরো বাড়তে পারে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর সদরে ১৭টি, মতলবে ৪টি ও হাজীগঞ্জের ৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ পরীক্ষা কেন্দ্র থাকবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্যে ১ জন করে পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন এবং প্রতি পদে ৬৮ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন।